বিস্তারিত
অনলাইন সঞ্চয়পত্র ক্রয়ের জন্য নিম্ন বর্ণিত কাগজ
অনলাইন সঞ্চয়পত্র ক্রয়ের জন্য নিম্ন বর্ণিত কাগজ পত্রাদি প্রয়োজন:
- ক্রেতার জাতীয় পরিচয়পত্র এর ফটোকপি 01 কপি।
- ক্রেতার টিআইএন/কর সনান্তকরণ নম্বর 01 কপি। (প্রয়োজনে কর অফিসে যোগাযোগ করুন)
- যে কোন সরকারি ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের হিসাব নম্বর ও এম আই সি আর চেকের মুলকপি ও ফটোকপি।
- 100000/- নিচের ক্ষেত্রে যে কোন সরকারি ও বেসরকারী বাণিজ্যিক ব্যাংকের হিসাব নম্বর ও এম আই সি আর চেক বহির ফটোকপি (ব্যাংক হিসাব নম্বর নিশ্চত করণের জন্য)।
- ক্রেতার ছবি 01 কপি।
- নামিনীর ছবি 01 কপি।
- নমিনীর জাতীয় পরিচয়পত্র এর ফটোকপি 01টি
- পেনশনার সঞ্চয়পত্রের জন্য পেনশনাধারীর প্রাপ্ত আনুতোষিক ও ভবিষ্য তহবিলর মঞ্জুরীপত্র।
- সঞ্চয়পত্র ক্রয় ফরম সংগ্রহের জন্য www.savings.magura.gov.bd লগইন করুন।
- ক্রেতার ফরম নিজ হাতে পুরন করতে হবে এবং সঞ্চয়পত্রের নাম নির্ভুল ভাবে লিখতে হবে।
সঞ্চয়পত্রের নাম
*পরিবার সঞ্চয়পত্র11.52
* 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র11.04
* পেনশানার সঞ্চয়পত্র11.76
* 5 বছর মায়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র11.28
প্রতিটা সঞ্চয়পত্রের মুনাফার উপর 10% উৎসকর কর্তন রয়েছে।